১.পর্যটকদের নিরাপত্ত ব্যবস্থাঃ পর্যটক নগরী কক্সবাজারে দেশ বিদেশ থেকে আগত পর্যটকরা বিভিন্ন সমস্যায় নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় সেবা পেতে পারেন।
মোবাইল- ০১৩২০-১০৯৩৯৮(জেলা পুলিশ কন্ট্রোলরুম)
২. নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনগত সহায়তাঃ আপনি একজন নারী হিসেবে সকল ধরনের আইনগত সুবিধা ভোগ করা আপনার নৈতিক অধিকার। নারী ও শিশু নির্যাতন, অপহরণ, ধর্ষন, ইভটিজিং, যৌতুকের জন্য নির্যাতন ইত্যাদি সমস্যায় নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করে সহায়তা পেতে পারেন।
নারী ও শিশু হেল্পডেক্স এর নাম্বার-
১. কক্সবাজার সদর মডেল থানা-০১৩২০-১০৮৪৭১
২. রামু থানা-০১৩২০-১০৮৪৯৭
৩. চকরিয়া থানা-০১৩২০-১০৮৫৭৫
৪. পেকুয়া থানা-০১৩২০-১০৮৬০১
৫. উখিয়া থানা-০১৩২০-১০৮৫২৩
৬. টেকনাফ থানা-০১৩২০-১০৮৫৪৯
৭. মহেশখালী থানা-০১৩২০-১০৮৬২৭
৮. কুতুবদিয়া থানা-০১৩২০-১০৮৬৫৩
৯. ঈদগাহ থানা-০১৩২০-১০৮৪৭৫
৩. বিদেশ গমনের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স প্রাপ্তির সুবিধাঃ বিদেশ গমনের ক্ষেত্রে আপনি অনলাইনের মাধ্যমে নিম্নলিখিত ধাপসমূহ অনুসরণ করে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করে পুলিশ ক্লিয়ারেন্স পেতে পারেন।
আবেদনের নিয়মাবলী
ধাপ : ১ অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ওয়েবসাইটে নিবন্ধন করে যে কেউ নিজের জন্য অথবা অন্যের পক্ষে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবে। নিবন্ধন করার জন্য এখানে ক্লিক করুন।
ধাপ : ২ নিবন্ধিত ব্যবহারকারী অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাইটে লগ-ইন করার পর Apply মেনুতে ক্লিক করে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করুন।।
ধাপ : ৩ আবেদন ফরমের প্রথম ধাপে ব্যক্তিগত বিস্তারিত তথ্য, দ্বিতীয় ধাপে বর্তমান এবং স্থায়ী ঠিকানা পূরণ করুন। আপনার বর্তমান ঠিকানা যে জেলা বা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত সেই ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হবে।
ধাপ : ৪ আবেদন ফরমের তৃতীয় ধাপে প্রয়োজনীয় ডকুমেণ্টসমূহের স্ক্যান কপি আপলোড করুন।
ধাপ : ৫ আবেদন ফরমের চতুর্থ ধাপে আপনার এন্ট্রিকৃত সকল তথ্য দেখানো হবে। আবেদনে কোন ভুল থাকলে তা পূর্ববর্তী ধাপসমূহে ফেরত গিয়ে পরিবর্তন করা যাবে। তবে চতুর্থ ধাপে আবেদনটি সাবমিট করার পর আর কোন পরিবর্তন করার সুযোগ থাকবে না।
ধাপ : ৬ চালানের মাধ্যেমে ফি পরিশোধের উপায় এবং পরবর্তী করণীয় সম্পর্কে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুন।
যোগাযোগঃ ডিআইও-১ -০১৩২০-১০৮৪৫৬
৪. মানব পাচার প্রতিরোধে আইনগত সহায়তাঃ বিভিন্ন ক্ষেত্রে মানব পাচার প্রতিরোধে আইনগত সহায়তা পেতে আপনি সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ সুপারের কার্যালয়ে যোগাযোগ করে আইনগত সহায়তা পেতে পারেন।
যোগাযোগঃ- জেলা পুলিশ কন্ট্রোলরুম- ০১৩২০-১০৯৩৯৮
৫. মাদক/চুরি/ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে আইনগতঃ মাদক/চুরি/ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে আপনি জেলা পুলিশ কন্ট্রোলরুম এবং সংশ্লিষ্ট থানার ওসিকে অবহিত করে আইন গত সহায়তা পেতে পারেন।
৬. থানা/ফাঁড়ী/তদন্ত কেন্দ্রে মামলা/জিডি/অভিযোগ গ্রহণে অনীহা প্রকাশ করলে বিষয়টি সংশ্লিষ্ট সার্কেল অথবা পুলিশ সুপারের দপ্তরকে অবহিত করে আইনগত সহায়তা পাওয়া যাবে।
যোগাযোগঃ
পুলিশ সুপার-০১৩২০-১০৮৪০০
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-০১৩২০-১০৮৪০২
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)-০১৩২০-১০৮৪০৩
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-০১৩২০-১০৮৪৩৮
অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল)-০১৩২০-১০৮৪৪২
সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল)-০১৩২০-১০৮৪৪৬
সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল)-০১৩২০-১০৮৪৫১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস